বরিশালে মোট করোনায় আক্রান্ত ২৭৭৩ জন, সুস্থ ১৯৫৫ জন

:
: ৪ years ago

মোঃ শাহাজাদা হিরা: বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ২৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ২৭৭৩ জনে। অদ্যাবধি এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৯৫৫ জন রুগী। জেলায় মৃত্যুবরণ করেছে ৫০ জন ব্যক্তি।

আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলার ৩ জন, বাকেরগঞ্জ উপজেলার ২ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, আগৈলঝাড়া উপজেলার ১ জন, উজিরপুর উপজেলার ১ জন স্বাস্থ্যকর্মী, সদর উপজেলাধীন কর্ণকাঠি এলাকার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বটতলা, সদর রোড ও আলেকান্দা প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, রুপাতলি, উত্তর মল্লিক রোড, আগরপুর রোড, বগুড়া রোড, ২৩ নং ওয়ার্ড, নিউ সার্কুলার রোড, পলাশপুর, গির্জা মহল্লা, ব্রাউন কম্পাউন্ড, কালীবাড়ি রোড, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ১ জন করে ১১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ জন নার্সসহ ২৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

আজ পর্যন্ত বরিশাল জেলায় ৮১৬ জন নারী এবং ১৯৫৭ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ১৪৫ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ২০৭০ জন, ৫০ থেকে তার উর্ধে ৫৬২ জন।

আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ৫ বছরের শিশু এবং ৭২ বছরের বৃদ্ধ বয়সী রোগী রয়েছে।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ১৯৮৬, সদর উপজেলা ৩৯ জন (রায়পাশা কড়াপুর-৩, শায়েস্তাবাদ-৫, টুংঙ্গীবাড়িয়া-৩, চাঁদপুরা-৪, জাগুয়া-৪, চরকাউয়া-৮ এবং চরমোনাই-৭, কাশিপুর-২, চরবাড়ীয়া-২), উজিরপুর ১৪৬ জন, বাকেরগঞ্জে ১১৭ জন, বাবুগঞ্জ ১০২ জন, গৌরনদী ৯০ জন, আগৈলঝাড়া ৭০, মুলাদী ৬৬ জন, বানারীপাড়া ৬৩ জন, হিজলা ৪৭ জন, মেহেন্দীগঞ্জ ৪৭ জনসহ মোট ২৭৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

অদ্যাবধি এ জেলায় ৫০ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেন। বরিশাল মহানগরীর আলেকান্দা এলাকার ৩ জন, রুপাতলী চান্দুর মার্কেট এলাকায় ১ জন, ভাটিখানা এলাকার ৩ জন, রাহাত আনোয়ার হাসপাতালের ১ জন, বাজার রোড এলাকার ১ জন, বাংলাবাজার এলাকার ১ জন, অক্সফোর্ড মিশন রোড এলাকার ১ জন, রুপাতলী হাউজিং এস্টেট এলাকার ১ জন, নতুন বাজার এলাকার ১ জন, মুসলিম গোরস্থান রোড এলাকায় ১ জন, ২৩ নম্বর ওয়ার্ড সাগরদী এলাকায় ২ জন, কাউনিয়া এলাকার ১ জন, অপদা কলোনির বাসিন্দা ১ জন, নবগ্রাম রোড এলাকার বাসিন্দা ১ জন, সদর উপজেলার ১ জন, পুলিশ লাইন ১ জন, শায়েস্তাবাদ ইউনিয়নের ১ জন, মুলাদী উপজেলায় ৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, বাবুগঞ্জ উপজেলায় ৫ জন, গৌরনদী উপজেলায় ৪ জন, বানারীপাড়া উপজেলায় ২ জন, উজিরপুর উপজেলায় ৪ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩ জন, আগৈলঝাড়া উপজেলায় ৪ জন, হিজলা উপজেলায় ১ জন।

আজ স্বাস্থ্য বিভাগের ৪ জনসহ মোট ৩৫১ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৭ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি এ জেলার ৩ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১২ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।