বরিশালে মোট আক্রান্ত ৮৬২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২৯ জনঃ নতুন সনাক্ত ৫২ জন

লেখক:
প্রকাশ: ৪ years ago

মোঃ শাহাজাদা হিরা:: বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৫২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৮৬২ জনে। অদ্যাবধি এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১২৯ জন রুগী। জেলায় মৃত্যুবরণ করেছে ১১ জন ব্যক্তি। আজ ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বরিশাল সদর উপজেলার মহানগরীর বাসিন্দা ২ জন, উজিরপুর উপজেলার ১ জন, বানারীপাড়া উপজেলার ১ জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলার বাসিন্দা ৪ জন, বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন, জেলা পুলিশের ৩ জন, রেঞ্জ পুলিশের কার্যালয়ের ১ জনসহ মোট ১০ জন পুলিশ সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স ও ১ জন স্টাফসহ মোট ৩ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত কাশীপুর এলাকার বাসিন্দা ৭ জন, রুপাতলী এলাকার বাসিন্দা ৪ জন, প্যারারা রোড ও কাউনিয়া প্রত্যেক এলাকার বাসিন্দা ৩ জন করে মোট ৬ জন, নাজির মহল্লা ও বগুড়া রোড প্রত্যেক এলাকার বাসিন্দা ২ জন করে মোট ৪ জন, আলেকান্দা, চকবাজার, বটতলা, পুলিশ লাইন, সদর হাসপাতাল রোড, ভাটিখানা, সদর উপজেলা পরিষদসহ প্রত্যেক এলাকার বাসিন্দা ১ জন করে মোট ৭ জন, ব্যাংকে কর্মরত ২ জন ব্যক্তিসহ মোট ৫২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ ১২ জুন শুক্রবার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৩ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ৪৯ জনের রিপোর্ট পরেজটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫২ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ পর্যন্ত বরিশাল জেলায় ২৩০ জন নারী এবং ৬৩২ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৫১ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৬৫৩ জন, ৫০ থেকে তার উর্ধে ১৫৮ জন। আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ৩ বছরের শিশু এবং ৬৪ বছরের বৃদ্ধ বয়সী রোগী রয়েছে। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ৬৭৪, সদর উপজেলা ১৬ জন (রায়পাশা কড়াপুর, শায়েস্তাবাদ-২, টুংঙ্গীবাড়িয়া, চাঁদপুরা, জাগুয়া-৪, চরকাউয়া-৪ এবং চরমোনাই-৩), বাবুগঞ্জ ৩৩ জন, উজিরপুর ৩০ জন, বাকেরগঞ্জে ২৬ জন, মেহেন্দীগঞ্জ ১৫জন, মুলাদী ১২জন, গৌরনদীতে ২০জন, বানারীপাড়া ২০জন, আগৈলঝাড়া ১০জন এবং হিজলা ৬জনসহ মোট ৮৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আজ ৩ জনসহ মোট ১১৬ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি এ জেলায় ১১ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেন। মুলাদী উপজেলায় ২ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, বরিশাল মহানগরীর আলেকান্দা এলাকার ২ জন, রুপাতলী চান্দুর মার্কেট এলাকায় ১ জন, নতুন ভাটিখানা এলাকার ১ জন, রাহাত আনোয়ার হাসপাতালের ১ জন, বাজার রোড এলাকার ১ জন, বাবুগঞ্জ উপজেলায় ১ জন, গৌরনদী উপজেলায় ১ জন। গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।