বরিশাল শহরে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছেন জলিল হাওলাদার নামের এক যুবক। ‘আল্লাহর নির্দেশে ওই হামলা’ চালিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন হামলাকারী যুবক। তবে কী কারণে এ হামলা হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না বলে জানায় পুলিশ।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল পুলিশ লাইনসের প্রধান সড়কের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত শামীম মুন্সীকে স্থানীয়রা উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তার বুক থেকে ছুরিটি অপসারণ করা হয়েছে। তবে তার অবস্থা গুরুতর বলে জানান দায়িত্বরত চিকিৎসক।
পুলিশ জানিয়েছে, বরিশাল সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের আলেকান্দা কাজীপাড়া এলাকার আক্কল আলী মুন্সীর ছেলে শামীম মুন্সী নগরীর বান্দরোড এলাকায় পরিবহন ব্যবসা করেন। সকালে সেখান থেকে মোটরসাইকেলযোগে বাসার দিকে ফিরছিলেন।
পুলিশ লাইনসের প্রধান গেটের একটু আগে পৌঁছালে তার মোটরসাইকেল থামানোর সংকেত দেন হামলাকারী জলিল হাওলাদার। শামীম মুন্সী গাড়ির গতি কমালে হাতে থাকা ছুরি দিয়ে তার বুকে আঘাত করেন জলিল। এরপর জলিল পুলিশ লাইনসের মধ্যে ঢুকলে তাকে সেখান থেকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী শো-রুমের সেলসম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমি তখন শো-রুমের গ্লাস পরিষ্কার করছিলাম। মোটরসাইকেল চালিয়ে শামীম যাচ্ছিলেন।
তখন রাস্তার ফুটপাতে দাঁড়ানো লোকটি তার কোমরে গুঁজে রাখা ছুরিটি দিয়ে তার বুকে আঘাত করেই পুলিশ লাইনসের মধ্যে প্রবেশ করেন। এরপর স্থানীয়রা হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করে।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলাকারী কখনো নিজেকে মেজর জলিল পরিচয় দেয়, কখনো নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান পরিচয় দেয়। তার কথাবার্তা অসংলগ্ন।
আমাদের কাছে সে বলেছে, হামলা আল্লাহর নামে চালিয়েছে। তবে ওই এলাকার মানুষ হামলাকারীকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে আগে থেকেই চিনত। তারপরও পুরো ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আরিফ বলেন, হামলাকারী জলিলকে আটকের পর তিনি নিজেকে বিশ্বমন্ত্রী বলে পরিচয় দেন। কখনো বলেন, ‘আল্লাহর নির্দেশে’ হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ‘মানসিক ভারসাম্যহীন’ হতে পারে। কিন্তু কোনো কিছুই এখনই সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না।
জানা গেছে, হামলাকারী জলিল হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে। তবে বর্তমানে বরিশাল সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের উপজেলা পরিষদ-সংলগ্ন মীরা বাড়ির পোল এলাকায় থাকেন। হামলাকারী ও আহত ব্যক্তি দুজনেই একই এলাকায় বসবাস করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com