বরিশাল নগরীতে মোটরচালিত রিক্সা চলাচল বন্ধের দাবী জানিয়েছেন রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন। এই দাবীতে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে ওই সংগঠনটির সদস্যরা। সকাল ১০টায় অশ্বিনী কুমার হলের সামনে প্রথমে মানববন্ধন করে রিক্সা শ্রমিকরা। বরিশাল মহানগর রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাসেম ভাষানীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আখতার হোসেন, সিনিয়র সহ সভাপতি সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন নাসির, মহানগর সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক বাদল প্রমূখ। এসময় বক্তারা বরিশাল সিটি কর্পোরেশন এলাকা থেকে অবৈধ মোটর চালিত রিক্সা বন্ধ করে প্রকৃত রিক্সা চালকদের রোজগারের ব্যবস্থা করার দাবী জানান।
নগরীতে এক বিক্ষোভ মিছিল করে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রথমে সিটি কর্পোরেশন গিয়ে সিটি মেয়র বরাবর ও পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।