বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ কে শুভেচ্ছা দিলেন নবনির্বাচিত প্যানেল মেয়রগণ।
বরিশাল সিটি কর্পোরেশন (নগর ভবনে) প্যানেল মেয়র পুরুষ (১) ও প্যানেল মেয়র (২) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অপর (সংরক্ষিত) মহিলা প্যানেল মেয়র গোপনীয় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। নগর ভবনে গোপনীয় ভোটে (সংরক্ষিত) মহিলা কাউন্সিলর প্যানেল মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে (সংরক্ষিত) মহিলা কাউন্সিলর ৫ জন প্যানেল মেয়র প্রার্থী পদে নির্বাচনে অংশ গ্রহন করে। প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা হচ্ছেন আয়শা তৌহিদা লুনা,কহিনুর বেগম, রেশমি বেগম,ছালমা আক্তার শিলা ও গায়ত্রী বিশ্বাষ পাখি। গোপনীয় ভোটে ১০ , ১১ ও ১২ সংরক্ষিত মহিলা কাউন্সিলার আয়শা তৌহিদা লুনা সর্ব্বচ ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
এছাড়া অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী কহিনুর বেগম পেয়েছে ৯ ভোট, রেশমি বেগম পেয়েছে ৩ ভোট, ছালমা আক্তার শিলা পেয়েছে ১ ভোট, গায়ত্রী বিশ্বাষ পাখি পেয়েছে ১ ভোট। নির্বাচনে নগরীর ৩০টি ওয়ার্ডের ৩০ জন কাউন্সিলল ও ১০ জন (সংরক্ষিত) কাউন্সিলরের মধ্যে ৩৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৩৯টি ভোট কাষ্ঠ হওয়ার মধ্যে ২টি ভোট বাতিল হযে যায়। এছাড়া নির্বাচনে নগরীর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হারন অর রসিদ ছিলেন অনুপস্তিত ।
এর পূর্বে ১ নং গাজী নঈমুল হোসেন লিটু ও ২ নং প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকন (ওরফে মামা খোকন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচন পরিচালনা করেন বিসিসি সচিব মোঃ ইসরাইল হোসেন। উল্লেখ্য ২০১৮ সালের ৩০ ই জুলাই বরিশাল বিসিসি ৪র্থ মেয়র পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২২ ই অক্টোবর প্রধানমন্ত্রী গন ভবনে মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান এবং ২৩ ই অক্টোবর মেয়র সহ কাউন্সিলররা দায়ীত্বভার গ্রহন করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com