বরিশালে মেট্রোলজি দিবস পালিত

লেখক:
প্রকাশ: ২ years ago

‘ডিজিটাল যুগে পরিমাপ’ এই স্লোগানে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও বিএসটিআই এর আয়োজনে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, ক্যাব বরিশালের সাধারন সম্পাদক রঞ্জিত দত্ত, বিএসটিআই বিভাগীয় অফিসের উপ পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী মো. শফিউল্লাহ প্রমুখ।

সভায় বিএসটিআই বিভাগীয় অফিসের উপ পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী মো. শফিউল্লাহ স্বাগত বক্তব্যে বলেন, জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই কয়েকটি আইন ও বিধিমালার মাধ্যমে দায়িত্ব পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রুপকল্প এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশীল দেশে রুপান্তরের লক্ষ্যে গৃহীত কর্মসূচী বাস্তবায়নে শিল্প মন্ত্রনালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিএসটিআই কাজ করছে।