#

করোনা সংক্রামন এড়াতে সরকারের নির্দেশ মেনে ঘরে থাকা কর্মহীন দরিদ্র মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা দিচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) থেকে দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে তারা। বরিশাল পুলিশ লাইন্সে ৩শ’ পরিবারের জন্য পরিবার প্রতি ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল এবং ১ টি করে সাবান প্যাকেটজাত করা হয়।

 

প্রথম দিন বিতরনের জন্য মেট্রোপলিটনের ৪ থানার ওসি’র কাছে ১শ’ পাকেট হস্তান্তর করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি  প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপি আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর (এসপি) বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স বিএমপি মোঃ আব্বাসউদ্দীন, সহকারী পুলিশ কমিশনার (কমিউনিটি পুলিশ এন্ড বন্দর থানা) বিএমপি মোঃ নাসিরুদ্দিন মল্লিক,সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা এন্ড স্টাফ অফিসার) বিএমপি মোঃ আঃ হালিম,সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ফোর্স) বিএমপি মোঃ মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার ক্রাইম এন্ড প্রসিকিউশন মোঃ মতিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

৪ থানার ওসিগন সংশ্লিস্ট থানা এলাকার কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই খাদ্য সহায়তা বিতরন করবেন।করোনা সংক্রামন এড়াতে মানুষকে নিজ নিজ ঘরে রাখার জন্য কর্মহীন জনগনের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

 

করোনা সংকট দির্ঘায়িত হলেও দরিদ্রদের এই খাদ্য সহায়তা অব্যাহত রাখার কথা বলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন