বরিশালে মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৩ years ago

ভোজ্যতেল, চাল, ডাল, এলপি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশের আগে বিক্ষোভ মিছিলটি নগরী প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি দলের পোষ্যদের পকেট ভারি করতে নানা অজুহাতে বিদ্যুত-গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে। অনির্বাচিত সরকার জনগণের প্রতিনিধিত্ব করছেন না। তারা তাদের গোষ্ঠীদের স্বার্থ রক্ষা করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। সরকারের মন্ত্রীরাও এখন কিছুটা নমনীয় সুরে স্বীকার করছেন জিনিসপত্রের দাম মানুষের সাধ্যের বাইরে। তারা সিন্ডিকেটের দৌরাত্ম সামাল দিতে পারছেন না।

গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলার সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা, নুরজাহান বেগম, জাবের মোহম্মদ, হাছিব আহমেদ, জামান কবির প্রমুখ।