বরিশালে মুলাদী উপজেলা শিক্ষা অফিসারকে বিভাগীয় মামলার নোটিশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

মুলাদী উপজেলা শিক্ষা অফিসারকে বিভাগীয় মামলার শুনানীতে উপস্থিত হওয়ার জন্য নোটিশ করেছে মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত ও শৃঙ্খলা শাখার উপ-সচিব সুলতানা রাজিয়া সাক্ষরিত এক নোটিশে মুলাদী উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাসকে আগামী ১১ জুলাই বিকাল ৩টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।

স্বপন কুমার দাস ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা শিক্ষা অফিসার থাকা কালীন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আজিজুর রহমানকে মারধর করে। আজিজুর রহমান বাদী হয়ে শিক্ষা অফিসার স্বপন কুমার দাসের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেন। মামলার লিখিত জবাব দেওয়ার প্রেক্ষিতে মন্ত্রণালয় তাকে হাজির হওয়ার নোটিশ দেন।