বরিশালে মুজিব শতবার্ষিকী উপলক্ষে ১০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

:
: ৪ years ago

মোঃ শাহাজাদা হিরা:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকীর প্রাক্কালে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। আজ ১৪ আগস্ট শুক্রবার বেলা ১১ টায় পানিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চরআইচা গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বনায়ন করলে পরে পরিবেশগত পরিবর্তন হবে, জলবায়ু পরিবর্তনের জন্য উষ্ণতা যে বেড়েছে সেটা আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো। আপনাদের প্রতি অনুরোধ বাড়ির আশপাশে যেখানে খালি জায়গা পাবেন সেখানেই গাছ লাগাবেন। গাছ ঝড়-বৃষ্টি থেকে বাড়িকে রক্ষা করে।

অনুষ্ঠানে দক্ষিণাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এএম আমিনুল হক, জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এবং বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহমুদুল হক খান মামুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় প্রতিমন্ত্রী অতিথি দের সাথে নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পাশাপাশি অন্যান্য অতিথিবৃন্দরা বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শায়েস্তাবাদ ইউনিয়নে ক্ষতিগ্রস্ত সুইচগেট ও রাস্তাসহ নগরীর বেলতলা খেয়াঘাটের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।