হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ সহকারী কমিশনার ভুমি এর কার্যালয় বাকেরগঞ্জ এর আয়োজনে শতভূমিহীন পরিবারের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্তের মাধ্যমে কবুলিয়াত রেজিস্ট্রেশন ও সৃজিত খতিয়ান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল ১১ মার্চ বুধবার বিকেলে বাকেরগঞ্জ উপজেলার ভূমি অফিস চত্বরে একশত ভুমিহীন পরিবারের মাঝে কৃষি খাস জমির বন্দোবাস্তের মাধ্যমে জমির কবুলিয়াত হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতন এমপি ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা বাকেরগঞ্জ উপজেলা মাধবী রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মানিক হোসেন মোল্লা, বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম, ওসি তদন্ত বাকেরগঞ্জ থানা জুবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান এবং রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন অতিথিবৃন্দ ও ১শত ভুমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শুরুতে জেলা প্রশাসক বরিশাল বাকেরগঞ্জের ভূমি অফিসের রেকর্ডরুম-৩ এবং মুক্তিযোদ্ধাদের বসার জন্য মুক্তিযোদ্ধা কর্ণার এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।বাংলাদেশে এই প্রথম কোন সরকারি অফিসে মুক্তিযোদ্ধাদের বসার জন্য মুক্তিযোদ্ধা কর্ণার করা হয়েছে। পরে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে শতভূমিহীন পরিবারের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্তের মাধ্যমে কবুলিয়াত রেজিস্ট্রেশন ও সৃজিত খতিয়ান হস্তান্তর করেন। বাকেরগঞ্জ উপজেলার একশত ভূমিহীন পরিবারের মাঝে প্রায় ১০৮ একর কৃষি খাস জমির কবুলিয়াত রেজিষ্ট্রেশন ও সৃজিত খতিয়ান হস্তান্তর করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com