#

কাবিং করব, সুন্দর জীবন গড়বো এই স্লোগান নিয়ে আজ ৪ মার্চ বিকাল ৪ টার দিকে চরামদ্দি ক্লাস্টারভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহ এর আয়োজনে। সটিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ এর প্রাঙ্গণে।

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ১ দিনব্যপী কাব হলিডে ২০২০ এবং মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার বাকেরগঞ্জ খোন্দকার জসিম আহামেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আবদুল লতিফ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ উপজেলা মাধবী রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, কাব হলিডে চিপ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মেহেদী হাসান, প্রশিক্ষক উপজেলা রিসোর্স সেন্টার এ আর এম মিজানুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল কবীর তুহিনসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কাপ শিক্ষার্থীবৃন্দ, সাথে সংশ্লিষ্ট অতিথিরা এবং ৪২ টি ক্লাস্টারভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা সভার মাধ্যমে কাব হলিডে ২০২০ এর বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরেন। পরে অংশগ্রহণকারী কাপ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। পরিশেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ১ দিনব্যপী কাব হলিডে ২০২০ এবং মহাতাঁবু জলসা ও সমাপনী হয়। পরে জেলা প্রশাসক বরিশাল সটিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মুজিব কর্ণার এবং বিদ্যালয় পরিদর্শন করেন।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন