বরিশালে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কাব হলিডে ২০২০ এর উদ্বোধনী

লেখক:
প্রকাশ: ৫ years ago

কাবিং করব, ডিজিটাল বাংলাদেশ গড়বো এই স্লোগান নিয়ে আজ ২৬ জানুয়ারি রবিবার সকাল ১০ টায়। এ কাদের চৌধুরী ক্লাস্টারভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহ এর আয়োজনে। ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় বরিশাল এর প্রাঙ্গণে। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ১ দিনব্যপী কাব হলিডে ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আবদুল লতিফ মজুমদার, প্রশিক্ষক উপজেলা রিসোর্স সেন্টার এ আর এম মিজানুর রহমান, এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বরিশাল সিটি কর্পোরেশন কোহিনুর বেগম, সহকারী জেলা শিক্ষা অফিসার বরিশাল সদর নাসিমা বেগম, সহকারী জেলা শিক্ষা অফিসার বরিশাল সদর রফিকুল ইসলাম তালুকদার। এছাড়া বিভিন্ন অতিথিসহ ২৮ টি ক্লাস্টারভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথি বৃন্দরা জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন পরে বেলুন ফেস্টুন উড়িয়ে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কাব হলিডে ২০২০ এর শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। উদ্বোধন শেষে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা সভার মাধ্যমে কাব হলিডে ২০২০ এর বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।