শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ-ই স্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায়, বিদ্যুত বিভাগের আয়োজনে, বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। মুজিব বর্ষ (২০২০-২০২১) পালন উপলক্ষে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষন কর্মসূচী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যুত বিভাগের আয়োজনে ঢাকাথেক ভিডিও কনফারেন্সিং মাধ্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিদ্যুত, জালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুত জালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী সাংসদ সদস্য, নসরুল হামিদ এমপি, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্যসচিব, মোঃ আবুল কালাম আজাদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যুত বিভাগের সিনিয়র সচিব, ড. আহমদ কায়কাউস।
এসময় বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান, পুলিশ সুপার, বরিশাল, মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক, মোঃ মুকুল হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের, তত্বাবধায়ক প্রকৌশলী দিপংকর মন্ডল, বরিশাল পবিস-১ জেনারেল ম্যানেজার, প্রকৌশলী শংকর কুমার কর, পবিস-২ জেনারেল ম্যানেজার, প্রকৌশলী মোঃ একরামুল হক, ডিজিএম (কারিগরি) বরিশাল পবিস-১, প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম সহ উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীসহ সরকারি-বেসরকারী উন্নয়ন কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অচিরেই বরিশাল জেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। বিদ্যুতের ক্ষেত্রেদেশ অনেক দুর এগিয়ে গেছে। দেশে দক্ষ জনশক্তির অভাব পুরনের জন্যই আজকের এই প্রশিক্ষনের ব্যাবস্থা করা হয়েছে। কারিগরি প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে দেশে দক্ষ জনশক্তি তৈরী করতে পারলে দেশ আরো সামনে এগিয়ে যাবে।বাংলাদেশের পল্লী অঞ্চলের সর্বস্তরের জনগনকে বিদ্যুত সেবার আওতায় আনার লক্ষ্যে বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেয়ার কার্যক্রম অগ্রাধিকার ভিক্তিতে চলমান রয়েছে। ইতিমধ্যে দেশের ৩৪০টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২০১ টি উপজেলা উদ্ধোধন করা হয়েছে। বর্তমানে ১৩৯ টি উপজেলা শতভাগ উদ্ধোধনের অপেক্ষায় রয়েছে।