বরিশালে মুকুলে ভরে গেছে আম ও লিচুগাছ

:
: ২ years ago

বরিশালের আগৈলঝাড়ার আম ও লিচুগাছগুলো মুকুলে ছেয়ে গেছে। মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় ছোট বড় সব গাছে এবার প্রচুর মুকুল এসেছে।

এবার মাস দুয়েক আবহাওয়া ভালো থাকলে এই মৌসুমি ফলগুলোর উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ হবে বলে উপজেলার চাষি আব্দুর রহমান আকন জানিয়েছেন।

উপজেলার বিভিন্ন স্থানে চাষিরা এখন স্প্রে দিয়ে ওষুধ ছিটাচ্ছেন গাছগুলোয়। জানা যায়, উপজেলা সদরসহ ৫টি ইউনিয়নের অনেক জায়গায় এখন বাণিজ্যিকভাবে আম, লিচু ও কাঁঠালের চাষ হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, বৈরী আবহাওয়াতে আমের মুকুলের পরাগায়ন বিঘ্ন, ছত্রাকজনিত রোগের আক্রমণ ও পোকার আক্রমণে মুকুলে এ্যানথ্রাকনোজ রোগ দেখা দিতে পারে। এ থেকে রক্ষা পেতে তরল কীটনাশক, এ্যানথ্রাকনোজের জন্য ছত্রাক নাশক ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, এবার প্রচুর মুকুল এসেছে, তবে ফলন নির্ভর করবে পরবর্তী আবহাওয়ার ওপর।