বরিশালে মিথ্যা মামলা দেয়ায় বাদীকে পুলিশে দিলো আদালত

:
: ৩ years ago

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার লুৎফর রহমান নামের এক ব্যক্তি চলতি বছরের ৪ এপ্রিল বাদী বরিশাল চীফ জুডিসিয়াল আদালাতে একটি মামলা দায়ের করেন।

মামলা নং সিআর ১৪৭/২০২১। মামলার বিবরনে বাদী তার ভিকটিম রেহানা বেগমের জখমী সনদ দাখিল করেন। জখমি সনদ দেখে আদালত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে সনদ যাচাই পূর্বক প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের পরিচালক এই সনদ জাল জালিয়াতির মাধ্যমে হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। আজ ২৮ অক্টোবর মামলার তারিখে হাজিরা দিতে আসেন বাদী লুৎফর রহমান।

হাজিরা দেয়ার পর তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। জানা গেছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের চিকিৎসক মাহবুবর রহমান নামের এক চিকিৎসকের সিল সই জাল করে এই জখমী সনদ তৈরি করেছে।

আদালতে প্রমানিত হয় যে এই সনদ ভূয়া। এই কারনে বরিশাল চীফ জুডিসিয়াল আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদীকে পুলিশ হেফাতে নেয়ার নির্দেশ প্রদান করেন।

বরিশাল অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বাদী লুৎফর রহমানকে বরিশাল কোতয়ালী মডেল থানায় সোর্পদ করেন।

আদালত মনে করেন বাদী পেনাল কোড, ১৮৬০ এর ৪৬৬,৪৬৮ এবং ৪৭১ ধারায় অপরাধ করিয়াছেন। তাই তাকে কোতয়ালী পুলিশ এই মামলা দায়ের করে আদালতে পাঠাবেন বলে জানা গেছে।