বরিশালে মিথ্যা ধর্ষণ মামলা থেকে অব্যহতি পেলেন ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

নগরীর একটি স্কুল শিক্ষিকার দ্বায়ের করা মিথ্যা ধর্ষণ মামলা থেকে অব্যহতি পেলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন।

সকল সাক্ষী প্রমাণাদি জসিম উদ্দিনের পক্ষে থাকায় তাকে মিথ্যা ধর্ষণ মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। বুধবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক ইয়া রব হোসেন তার বিচারিক আদালতে সকল সাক্ষ্য প্রমাণাদি দীর্ঘক্ষণ যাচাইয়ের পর জসিম উদ্দিনকে মামলা থেকে অব্যাহতি দেন।

জসিম উদ্দিন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও নগরীর সাগরদী ব্রাঞ্চ রোডের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মোঃ হুমায়ূন কবির।

মামলা সূত্রে জানায়ায়, ২০২১ সালের ১৯ এপ্রিল ধর্ষণ ও গর্ভপাত কারানোর মিথ্যা অভিযোগ এনে বিমান বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে ২২ এপ্রিল অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। যার মামলা নম্বর ছিলো- ১৩। এঘটনাকে সেই প্রথম থেকেই স্বরযন্ত্র বলে আসছিলো সাবেক এই ছাত্রলীগ নেতা।

আর আজ সেই স্বরযন্ত্রের অবসান হয়েছে বলে মনে করছেন জসিম উদ্দিন। তিনি বলেন, শওকত হোসেন হিরন ভাইয়ের মৃত্যুর পর আমার উপর একের পর এক স্বরযন্ত্র চালাচ্ছে কিছু স্বার্থান্বেষী ব্যাক্তি।

এই বরিশালের মানুষ দেখেছে আমার উপর কিভাবে হামলা, মামলা, আমার ভবন ভাঙচুর থেকে শুরু করে কি না করেছে তারা। আমি আল্লাহর উপর ভরসা করেছিলাম সত্য একদিন প্রকাশ পাবেই।

আল্লাহর রহমতে আজ তা প্রকাশ পেয়েছে। উল্লেখ্য- ২০২১ সালের (২৫ মে) জসিম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগে তাকে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি পদ থেকে অব্যহতি প্রদান করে কেন্দ্রীয় ছাত্রলীগ।