আজ ১৬ অক্টোবর বুধবার সারাদিন বরিশাল জেলায়, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল জেলার উপজেলা সমূহের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে প্রায় ১১ লাক্ষ ৭৭ হাজার ৩৭ শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ৮ জনকে ১ বছর করে, ২১ জনকে ১ মাস করে ৪ জনকে ২০ দিন এবং ২ জনকে ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি ১ জন জেলেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে মাছ ধরার কাজে ব্যবহৃত ২১ টি নৌকা জব্দ করা হয় এবং তা ধ্বংস করা হয়। এসময় প্রায় ৫৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরেতা মাদ্রাসায় এবং এতিমখানা বিতরণ করা হয়। বরিশাল সদর উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৯ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ২১ জনকে ১ মাস করে কারাদন্ড প্রদান করা হয় এবং ১৯০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরে কয়েকটি মাদ্রাসায় ও এতিমখানা মাছ বিতরণ করা হয়। বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরে মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মাছ ধরার কাজে ব্যবহারিত ২০ টি নৌকা জব্দ করে ধ্বংশ করা হয় এবং ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় জব্দ কৃত মাছ মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। উজিরপুর উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২ শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় জব্দ কৃত মাছ মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। মুলাদী উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরেতা মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। বানারীপাড়া উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২২ শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ৪ জনকে ২০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়, এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত ১ টি নৌকা জব্দ করে তা ধ্বংস করা হয় এবং ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরেতা এতিমখানা বিতরণ করা হয়। গৌরনদী উপজেলায় বাজারে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ১ জনকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ১৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরেতা এতিমখানা বিতরণ করা হয়। মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ২ জনকে ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। এসময় ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরে তা মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। হিজলা উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১ লক্ষ ৩৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ৮ জনকে ১ বছর করে কারাদন্ড দেয়া হয় এবং ১৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরে তা মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। সকল জব্দ কৃত কারেন্ট জাল স্বস্ব স্থানে পুরিয়ে ফেলা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি), মৎস্য কর্মকর্তা। এসময় সহযোগিতা করেন নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশের সদস্যরা। বরিশাল জেলায় জনস্বার্থ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com