আহলান ছাহলান মাহে রমজান, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে। রমজানের এই পবিত্রতার শ্লোগান নিয়ে ও রমজানকে স্বাগত জানিয়ে নগরীতে র্যালী করেছে ইমাম সমিতি বরিশাল মহানগর কমিটি। আজ রবিবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ করেন।
র্যালী শেষে আসন্ন রমজানের প্রবিত্রতা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম স্বাভাবিক রাখার দাবী জানান। মাওলানা নুরুল খলিফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহানগর ইমাম সমিতির সহ- সভাপতি মাওলানা সুলতান, মহানগর ইমাম সমিতির সাধারন সম্পাদক এইচ.এম.মাহমুদুল হাসান আনসারী, মাওলানা ফিরোজী, মাওলানা কেরামত আলি কাদরী ও হাফেজ আঃ কায়ূম প্রমুখ।