করোনা নামক মহামারীতে দুস্থ, অসহায় দিনমজুরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরনের জন্য এগিয়ে আসলো বরিশালের এসএসসি ০৫ ও এসএসসি ০৭ এর বন্ধু সকল। বুধবার বেলা ১০ ঘটিকার সময় বরিশাল নগরীর বিভিন্ন প্রান্তে প্রায় ২০০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যে ও বিতরণ করা হো ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন বরিশাল ও মোমেনটাম গ্রুপের সহযোগিতায়। প্রতিটি পরিবার ৫ কেজি চাল ,১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও একটি ডেটল সাবান দেওয়া হয়।।