বরিশালে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশালের আগৈলঝাড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিপন মীরকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এসআই আলী হোসেন ও এএসআই সোহাগ সোমবার রাতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিপন মীরকে (৩৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রিপন উপজেলার বেলুহার গ্রামে মৃত কাশেম আলী মীরের ছেলে।

জিআর ১৫৪/১৯ মাদক মামলায় বরিশারের একটি আদালত রিপনকে এক বছরের সশ্রম কারদন্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষনার দিন থেকে রিপন পলাতক ছিল। গ্রেফতারকৃত রিপন মীরকে মঙ্গলবার সকালে বরিশাল কেন্দ্রীয় জেলে প্রেরন করা হয়েছে।