বরিশালে মাদক ব্যাবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড

:
: ৪ years ago

বরিশালে মাদক মামলায় ফরিদ সরদার নামে এক কারবারিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ফরিদ বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের হবিচ সরদারের ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ মার্চ উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রাম থেকে ফরিদকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) এর একটি দল। এ সময় তার কাছে থেকে ৫০২ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি সৈয়দুজ্জামান বাদী হয়ে উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ১৭ এপ্রিল মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম। মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।