বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানে ২শত ২০ পিচ ইয়াবাসহ একজন মাদক বিক্রেতা গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক বিক্রয়ের ৪০ হাজার নগদ টাকা উদ্ধার করেছেন তারা।
গ্রেফতারকৃত আসামী নগরীর ৫ নং ওয়ার্ডের ৫ নং ওয়ার্ডের নুর ইসলামের ছেলে সুমন ওরফে মান্না সুমন(৩৪)।এ ঘটনায় ১০ জানুয়ারী মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে কাউনিয়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানাযায়, ১০জানুয়ারি সকাল ১০টায় বরিশাল নগরীর ৫নং ওয়ার্ডের মোহাম্মাদপুর মাটির রাস্তার মাথা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারি পরিচালক এনায়েত হোসেন এর নেতৃত্বে অভিযান চালায় একটি টিম।
এসময় মাদক ব্যবসায়ী মান্না সুমন ইয়াবাসহ তার নিজ ঘর থেকে গ্রেফতার হলেও তার স্ত্রী শিল্পী বেগম (৩২) পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানাযায়, মান্না সুমন ও তার স্ত্রী শিল্পী বেগম দীর্ঘদিন যাবৎ নগরীর বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলো।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com