বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ২৩ নভেম্বর (বুধবার) বিকেল ৩ টায় বাকেরগঞ্জ জে, এস, ইউ মডেল হাইস্কুল মাঠে থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয় মাদক জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপি এম) এর সঞ্চালনায় এবং বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দীন মিলন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম নাসরিন জাহান রত্না (এমপি)।
বিশেষ অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আমিন উল আহসান। বরিশাল রেঞ্জ ডি আইজি এস এম আক্তারুজ্জামান।
বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড, বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শুক্লা রানী হালদার, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, বরিশাল কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কে এস মহিউদ্দিন মানিক।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম (চুন্ন),বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।
উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মনিরুজ্জামান ডাকুয়া। বাকেরগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান। ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকন, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ মাদকের কুফল নিয়ে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবাই কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন। আপন সন্তানদের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন। আলোচনা শেষে বরিশাল ও বাকেরগঞ্জের শিল্পী দের সমন্বয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।