বরিশালে মাদকবিরোধী অভিযানে ১২ মাদকবিক্রেতা আটক

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২ বিক্রেতা গ্রেপ্তার হয়েছেন। এই গ্রেপ্তারের বিষয়টি বুধবার (০৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আসাদুজ্জামান জানিয়েছেন- মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বান্দরোড এলাকার আব্দুর রাজ্জাক (কেডিসি) কলোনী ও ত্রিশগোডাউন এলাকার নামরচর বস্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজনের কাছ থেকে ইয়াবাও উদ্ধার হয়েছে।

এই ঘটনায় ওই চারজনকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ প্রক্রিয়া চলামান রয়েছে। সেই সাথে বাকি আটজনকেও বিএমপির বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে ব্যবস্থা গ্রহণ চলছে বলে জানান ওসি।’