বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ম রমজান থেকে ১৭ রমজান পর্যন্ত গ্রেফতার ১২৭ জন।
সোমবার (০৪ জুন) দুপুরে নগরের আমতলা মোড়স্থ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
সংবাদে সম্মেলনে পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান জানান, প্রথম রমজান থেকে ১৭ রমজান পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), কোতয়ালি মডেল থানা, বন্দর থানা, কাউনিয়া থানা ও এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের আটক করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের মাদক, অস্ত্র ও গুলি।
এর মধ্যে নিয়মিত ১০১ মামলায় গ্রেফতার করা হয়েছে ১২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বিএমপি আইনে মামলার বেশিরভাগই মাদকসেবী ও দেহ ব্যবসায়ী রয়েছে।
তাদের কাছ থেকে তিন হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৫৫ বোতল ফেনসিডিল, পৌনে তিন লিটার দেশীয় মদ, পাইপগান, চাপাতি, রামদা, আটটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।
এছাড়া ০১ এপ্রিল থেকে ৩১ মে ট্রাফিক পুলিশ কর্তৃক মহানগরী এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ আইনে ১০৩০০ টি মামলা সহ ৭৪,৬৪০৬২ টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে ।