বরিশালে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ৬৬ জন গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশালের ৬ জেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ মে) দুপুরে রবিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশাল রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলামের নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে শনিবার (২৬ মে) বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, ভোলা, পিরোজপুর ও বরগুনা জেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় মোট ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় আটকদের কাছ থেকে ৬৭১ পিস ইয়াবা, দুই কেজি ৯২৭ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের নামে মোট ৪২ টি মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে বরিশাল মেট্রোপলিটন এলাকায় মাদকবিরোধী অভিযানের পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে সন্ত্রাসী কার্যক্রম ও অপতৎপরতা রোধে বিশেষ অভিযান চলমান রয়েছে।এ অভিযানে ২৪ ঘণ্টায় মোট ১১জনকে গ্রেফতার হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ৬৮০ পিস ইয়াবা, ২শ’গ্রাম গাঁজা, ৭৫০ মিলিলিটার দেশীয় মদ জব্দ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গ্রেফতারদের বিরুদ্ধে মেট্রোপলিটনের চার থানায় আট মামলা দায়ের করা হয়েছে।