প্রিন্ট এর তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০১৯, ২:৪৭ পূর্বাহ্ণ
বরিশালে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৯ অনুষ্ঠিত।
সুস্বস্থ্যেই সুবিচার মাদক মুক্তির অঙ্গীকার এই স্লোগান বিয়ে আজ ২৬ জুন বুধবার সকাল ৯ টায়। জেলা প্রশাসন বরিশাল ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্যালয় বরিশাল এর আয়োজনে, অশ্বিনী কুমার হলে।
মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অশ্বিনী কুমার হলের সামনে সকলের অংশগ্রহণে এক মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে অতিথি বৃন্দরাসহ বরিশাল বিভাগের সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং বিভিন্ন সেচ্ছাসেবী ও ইয়ুথ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসের গুরুত্ব তুলে ধরে অতিথি বৃন্দরা সকলের উদ্দেশ্যে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আলোচনা করেন। মানববন্ধন ও আলোচনা সভার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি, বরিশাল রেঞ্জ বরিশাল, মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল, জাকারিয়া, উপ পুলিশ কমিশনার বিএমপি বরিশাল, মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কর্যালয় বরিশাল, এ এ এম হাফিজুর রহমান, বীর প্রতীক, কে এস এম মহিউদ্দিন মানিক, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি, কাজল ঘোষসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com