বরিশালে মহান মে দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে পালিত হচ্ছে মহান মে দিবস। মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনগুলো র‌্যালি, সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করছে। এসময় শ্রমিকরা তাদের মজুরি ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০১ মে) সকাল ৯টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা করে আঞ্চলিক শ্রমদপ্তর, শ্রমকল্যাণ কেন্দ্র এবং কল কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর বরিশাল।

এখানে শ্রমদপ্তর বরিশাল উপ-পরিচালক (চ. দা.) মো. ওসমানগনির সভাপতিত্বে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গাজী মো. হাবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ। সকাল ১০টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আয়োজনে নগরীর ফলপট্টি রোডে সমাবেশ শেষে নগরীতে একটি র‌্যালি বের হয়।

এছাড়াও আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলো দিনব্যাপী সভা, সমাবেশ ও র‌্যালি করছে।