বরিশালে মধ্যরাতে অসহায় পরিবারের দ্বারে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বিসিসি

:
: ৩ years ago

শামীম আহমেদ ॥ করোনায় কর্মহীন হয়ে পরা নগরীর খেটে খাওয়া পরিবারের দ্বারে দ্বারে মধ্যরাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

করোনা মহামারীতে কর্মহীন হয়ে পরা এসব মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এ কাজটি করছেন মেয়র নিজেই।

এ কাজে তাকে সহযোগিতা করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গত ১১ জুলাই থেকে শুরু করা এ কার্যক্রম বুধবার রাতেও চলমান ছিলো। প্রতিদিন রাতে দুইটি করে ওয়ার্ডের দুই হাজার পাঁচশ’ কর্মহীন পরিবারের ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

মেয়রের কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে বিতরণকৃত খাদ্য সামগ্রী প্যাকেটজাত করা হয়। প্রতি প্যাকেটে প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি আলু ও এক কেজি সয়াবিন তেল বরাদ্দ করা হয়।

মধ্যরাতে কর্মহীনদের ঘরে ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ইতোমধ্যে নগরবাসীর কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।