মোঃ শাহাজাদা হীরাঃ আজ ১৯ আগস্ট সোমবার দুপুর ১ টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল এর আয়োজনে। প্রশিক্ষণ কেন্দ্রর সভাকক্ষে। স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) কতৃক পরিচালিত মটর ড্রাইভিং কোর্সের ৯ম ও ১০ম ব্যাচের সমাপনী অনুষ্ঠান ও বিদেশগামীতা কর্মীদের তিন দিন ব্যাপী প্রাক-বহির্গমন প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশালের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল, প্রকৌশলী মোঃ গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন উপঅধ্যক্ষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল, ওহেদ মোরল, উপাঅধ্যক্ষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল, আবদুল রাজ্জাকসহ প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।
অতিথিরা আলোচনায় মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল। অনুষ্ঠান শেষে অতিরিক্ত জেলা প্রশাসক চলমান ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে আলোচনা করেন এবং লিফলেট বিতরণ করেন।