রমজানে ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে বরিশালে বাজার মনিটরিং করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন বাজার পরিদর্শনে নামে জেলা প্রশাসন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানায় তারা। যার ফলে ক্রেতাদের মাঝে স্বস্তি বিরাজ করছে। ক্রেতারা জেলা প্রশাসনের এমন উদ্যোগকে নিশ্চিত একটি ভাল কাজ বলে আখ্যা দিয়েছেন।
বরিশালের নগরীর বাংলা বাজার ও বটতলাবাজার এলাকায় পণ্যের মূল্য তালিকা নিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় নিষিদ্ধ পলিথিন ব্যবহার, ফ্রিজে মাংস রাখা এবং ফরমালিনযুক্ত ফল বিক্রি নিষিদ্ধ এবং জেল জরিমানার কথা জানান তারা। এছাড়া বাজার নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন জেলা প্রশাসক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com