বরিশালে ভোক্তা অধিকার দিবসে ট্রাক শোভাযাত্রা ও আলোচনা সভা

:
: ২ years ago

বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বরিশালে ট্রাক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকালে বরিশাল নগরের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগীয় কার্যালযয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এরআগে সার্কিট হাউজ প্রাঙ্গনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ফিতা কেটে ট্রাক শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। যে শোভাযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

 

পরবর্তীতে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।

 

বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ এনামুল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম, বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ সোয়েব,বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।

এসময় উপস্থিত ছিলেন হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়াসহ ক্যাব এবং সরকারি-বেসরাকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় অতিথি বৃন্দরা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।