বরিশালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ে অভিযোগ করে জরিমানার ২৫% অর্থ পেলেন পৃথক দুই অভিযোগকারী ভোক্তা। বুধবার অভিযোগকারীদের অভিযোগের শুনানী শেষে অভিযোগ প্রমানীত হওয়ায় অভিযোগকারীরা এ অর্থ পায়।
অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর সি এন্ড বি রোড এলাকায় গোলপাতা রেস্টুরেন্ট এম আর পি অপেক্ষা অতিরিক্ত দামে মিনারেল ওয়াটার বিক্রয় করায় তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা কৃত ৫ হাজার টাকার ২৫% অথ্যাৎ ১২ শত ৫০ টাকা পায় অভিযোগকারী ভোক্তা।
এরপর নগরীর কাটপট্টি রোড এলাকার বিসমিল্লাহ ইলেকট্রিককে পাকিস্তানি আসল জিএফসি ফ্যান বলে বাংলাদেশ ফিটিংস জিএফসি ফ্যান সরবরাহ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা কৃত ১০ হাজার টাকার ২৫% অথ্যাৎ ২ হাজার ৫ শত টাকা পায় অভিযোগকারী ভোক্তা।
ঘটনার সত্যতা স্বীকার করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বলেন, আমরা সব সময় ই ভোক্তাদের পাশে আছি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযোগকারী ০২ জন ভোক্তাকে জরিমানার ২৫% অর্থ ৩,৭৫০/- টাকা প্রদান করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com