বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ০৪ প্রতিষ্ঠানকে জরিমানা

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার সংরক্ষনসহ বিভিন্ন অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৩ আগস্ট) বেলা ১১ টা থেকে ২ পর্যন্ত নগরীর বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলার সহকারী পরিচালক শাহ্ শোয়েব মিয়া।

নগরীর নতুন বাজার ও পোর্ট রোডের ২ টি খাবারের দোকানকে অস্বাস্থ্যকর পরিবেশে ও বাসি খাবার সংরক্ষনের অভিযোগে ৭ হাজার ৫০০ টাকা, বটতলা কাচাবাজারে ২ টি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক শাহ্ শোয়েব মিয়া বলেন, ‘নগরীর গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানগুলোকে সতর্ক করা হয় এবং ফরিয়া পট্টিতে চালের দোকান গুলো যাতে অতিরিক্ত দামে চাল বিক্রি না করে সেজন্য সতর্কতা মুলক অভিযান পরিচালনা হয়। তবে ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।