বরিশাল নগরীর সাগরদী বাজারের কবির স্টোর থেকে গায়ে লেখা মূল্যে সয়াবিন তেল বিক্রি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তেল কিনেছেন ক্রেতারা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান, বিভিন্ন মাধ্যমে অভিযোগ আসে, ওই দোকানে গায়ে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে।
এরপর মঙ্গলবার দুপুর ১২টায় ওই দোকানে অভিযান চালিয়ে এক লিটার থেকে শুরু করে তিন লিটার বোতলের সয়াবিন তেল পাওয়া যায়। এ সময় দোকান মালিক কবির হোসেনের উপস্থিতিতে গায়ে লেখা মূল্যে ওই তেল ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়।
তিনি আরও জানান, ওই তেলের লিটার কবির হোসেন বিক্রি করে আসছিলেন ২শ’ টাকা থেকে ২২০ টাকা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপস্থিতিতে ১৬০ টাকা লিটারে তা বিক্রি করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com