বরিশালে ভেজাল বিরোধী অভিযানে ৭ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে ওষুধের ফার্মেসীসহ ৭টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া’র নেতৃত্বে বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর রাসেল সিকদার এবং আর্মড ব্যাটালিয়ন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পাণ্য (মিষ্টি) তৈরির অপরাধে নগরীর বাজার রোডের হক মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা ও মুধুর মোড়কে খুচরা বিক্রয় মূল্য, উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় নবগ্রাম রোডের মিম মধু ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও বাংলাবাজার ও নবগ্রাম রোড এলাকায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি’র অপরাধে ইউনুচ মেডিকেল হলকে ৩ হাজার, রশিদ মেডিকেল হলকে ৩ হাজার, সামসুল হক স্টোরকে ১ হাজার, ওষুধের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় নাহার ফার্মেসিতে ১ হাজার, সিকদার স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও বিএসটিআই এর মানের পরীক্ষায় অনুত্তীর্ণ বিক্রয় নিষিদ্ধ ১৫ প্যাকেট মুসকান লাচ্ছা সেমাই ধ্বংস করা হয়েছে।