বরিশালে ভূমি সেবা বিষয়ক গণশুনানি

:
: ২ years ago

ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকল্পে, সরাসরি ভূমি সেবা বিষয়ক তথ্য ও পরামর্শ দিতে এবং জনগনের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ গ্রহণের জন্য ভূমি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।

এসময় ভূমি উপ-সহকারী কর্মকর্তা মিসেল আল সাদিক, পৌর কাউন্সিলর শিকদার মোঃ খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে বার্থী ইউনিয়নের বিভিন্ন গ্রামের আগত সেবাপ্রার্থীর জমিসংক্রান্ত বিভিন্ন ভোগান্তির কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন সহকারী কমিশনার।

ব্যতিক্রমধর্মী এ আয়োজনের উদ্যোক্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স বলেন, জনসেবার জন্য প্রশাসন। তাই স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ও মুজিববর্ষে জনবান্ধব ভূমি সেবা দেওয়ার লক্ষ্যে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে পর্যায়ক্রমে এ গণশুনানী অনুষ্ঠিত হবে।