উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি বরিশাল জেলা শাখার ত্রি-বার্ষিকী নির্বাচন।
আজ শনিবার নগরীর সদর রোডস্থ আর্যলক্ষী ভবনে কীর্তনখোলা মিলনায়াতনে সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে। ভোট গনণা শেষে বিকেল ৫টায়। এতে ৪৯ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় শাহ আলম গাজী। তার নিকটতম প্রার্থী ছিলেন মিজানুর রহমান পান্না পেয়েছেন ৪২ভোট। ৩৬ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মশিউর রহমান পল্টন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন ও আবুল কালাম আজাদ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এইচএম এ সোবাহান ।
এর আগে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহুল আমিন খান সহ বেশ কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে সংগঠনটির নির্বাচন উপলক্ষ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে ভূমি কর্মকর্তাদের মাঝে। গত কয়েকদিন ধরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। তবে শেষ পর্যন্ত নিজেদের সংগঠনের নতুন নেতৃত্ব পেয়ে খুশি ভূমি কর্মকর্তারা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com