মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে জনতার শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠিত হয়েছে। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়োজন করা হয়।
শুরুতে মওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। এরপর পর্যায়ক্রমে ছাত্র ফেডারেশন, মওলানা ভাসানী পাঠাগার, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, কমিউনিস্ট পার্টি, ঐক্য ন্যাপ, ভাসানী অনুসারী পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় গণসংহতি আন্দোলন জেলা কমিটির সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ম-লীর সদস্য অধ্যাপক আব্দুস ছাত্তার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান সেলিম এবং জেলা বাসদ’র সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী সহ অন্যান্যরা।
বক্তারা মওলানা ভাসানীর বর্ণাঢ্য কর্মময় জীবনীর উপর আলোকপাত করে তার জীবনাদর্শ ধারণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।