বরিশালে ভাষা সৈনিক আজহার উদ্দিনের জন্ম বার্ষির্কী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা

লেখক:
প্রকাশ: ৭ years ago
ভাষা সৈনিক আজহার উদ্দিন

বরিশালে ভাষা সৈনিক,মুক্তিযুদ্বা ও সমাজসেবক শিক্ষানুরাগী এ.কে. এম আজহার উদ্দিনের ৮৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীর আয়োজন য়ৌথ ভাবে আয়োজন করেছে ভাষা সৈনিক এ.কে.এম আজহার উদ্দিন শিক্ষা ট্রাস্ট ও বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আবিস্কার।

আজ শুক্রবার সকাল ১০টায় বরিশাল বিভাগীয় যাদুঘড় প্রাঙ্গনে এ চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ভাষা সৈনিক এ.কে.এম আজহার উদ্দিন শিক্ষা ট্রাস্টের সভাপতি এস এম ওমর ফারুক (রুমী)র, সভাপতিত্বে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান শিশুদের উদ্যেশে বলেন তোমরা যারা আজ মুক্তিযুদ্বের গল্প ও কথা শুনে তাদের নিয়ে যে ছবি একেছো তাই তোমাদের মনের ভিতর মুক্তিযুদ্বে চেতনা ধারন লালন-পালন করতে হবে।

তাই আগমী দিনে তোমরাই মুক্তিযুদ্বের স্বৃর্তির কথা ও ছবি আকার মধ্যে দিয়ে আরো বেশী করে প্রকাশ করার জন্য আহবান করেন। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মরহুম ভাষা সৈনিক এ.কে.এম আজহার উদ্দিনের সহধর্মীনি সালেহা আজহার, বরিশাল মহানগর মুক্তিযুদ্বা কমান্ডার মোখলেচুর রহমান,মুক্তিযুদ্বা এনায়েত হোসেন চৌধুরী,বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আবিস্কারের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক(সাহেল),সমাজসেবা প্রবেশন অবিসার সাজ্জাদ পারভেজ,বরিশাল বিভাগীয় যাদুঘড় কাওস্টুডিয়ান মোঃ শাহিন আলম।

অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগীতায় বিচারকের দায়ীত্ব পালন করেন আর্ট স্কুলের পরিচালক চিত্র শিল্পি চন্দ্র শেখর বাবুল,সাংবাদিক শুশান্ত ঘোষ ও সাঈদ পান্ত। অনুষ্ঠানে পথ শিশু সংগঠন অপরায়জয় বাংলাদেশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন প্রতিযোগী অংশ গ্রহন করে। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। এর পূর্বে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।