বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর শোভাযাত্রা ও মিলনমেলা অনুষ্ঠিত
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিলকে সমর্থন জানিয়ে বরিশাল নগরীতে মোটর শোভাযাত্রা ও মিলনমেলা আয়োজন করেছেন বরিশাল জেলার ব্রাজিল ভক্তরা।
আনন্দ শোভাযাত্রাটি ১৯ নভেম্বর শনিবার বিকাল ৩:০০ ঘটিকায় বঙ্গবন্ধু উদ্যোন (বেলস পার্ক) হতে শুরু হয়ে সদর রোড, জেলখানার মোড়, বিএম কলেজ, নতুলাবাদ, চৌমাথা, আমতলার মোড়, মেডিকেল কলেজ, চাঁদমারী, বরিশাল শিল্পকলা একাডেমি হয়ে বঙ্গবন্ধু উদ্যোনে গিয়ে শেষ হয়।
ব্রাজিলের হলুদ ও নীল জার্সি পরে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সের শ্রেণি-পেশার মানুষ। ব্রাজিলের মিলনমেলায় ছিল মোটরসাইকেল র্যালি ও ফটোসেশন ।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্রাজিল সমর্থকরা হাত নেড়ে সমর্থন জানান।
বরিশাল ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আয়োজক আহবায়ক তরুণ সংগঠক মোঃ মারুফ হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জাকারিয়া আলম দিপু, সাব্বির খান,আদনান অলি, রায়হান বাবু , নূরে আলামিন বাপ্পী,পলাশ চৌধুরী , অমিত কর্মকার, ইভান, রিয়াজ হাওলাদার, রিয়াজুল আলম ,মিঠু,রোজা,চিশতি,নাসির,জয়,সজিব রয় প্রমুখ।
আনন্দ শোভাযাত্রার বরিশাল ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহবায়ক মোঃ মারুফ হোসেন বলেন, ‘খেলাধুলা মানুষের মন ও মেধাকে ভালো রাখে। খেলাধুলা তরুণ সমাজকে বিভিন্ন খারাপ কাজ ও মাদক থেকে দূরে রাখে। বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতেই এই আয়োজন।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com