বরিশালে ব্যাটারীচালিত গাড়ীর লাইসেন্সের দাবীতে বিক্ষোভ

:
: ২ years ago

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয় প্রস্তাবিত “ থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানেরনীতিমালা -২০২২ অনুযায়ী অবিলম্বে ব্যাটারীচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান করা সহ নগরীতে লাইসেন্স নিয়ে চাঁদাবাজি ও প্রতরনা বন্ধ করার
পাশাপাশি নগরের গুরুত্বপীর্ণ পয়েন্টে পাকিং স্টান্ড নির্ধারন করার দাবীতে বিক্ষোভ মিছিল সহ এক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি জেলা প্রশাসক ও বিআরটি’এ স্বারকলিপি প্রদান করেছে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল
জেলা কমিটি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখা।

 

আজ সোমবার (১৬ই) মে বেলা ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডের সড়ক অবরোধ করে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখা সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শহিদুল ইসলাম,আব্দুল মালেক হাওলাদার,দুলাল মল্লিক,গোলাম রসুল, নুরুল হক হাওলাদার,শহিদুল ইসলাম,মহসিন মীর ও জোহরা খাতুন রেখা।

শ্রমিক সমাবেশে ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, লাইসেন্সের নামে কোন চাঁদাবাজি হলে আমরা সকল শ্রমিকদের সর্বশক্তি িিনয়ে বরিশাল অচল করে দেব। আমরা লাইলেন্স চাই কোন ধোকাবাজি চাই না। আমরা কোন দালাল চাঁদাবাজদের মাধ্যমে লাইসেন্স নেব না। মনিষা
আরো বলেন সিটি কর্পোরেশন কোন চাঁদাবাজদের নিয়ে খেলা শুরু করে তা প্রতিহত করা হবে।

পিের নগরীর বিভিন্ন সড়কে প্রচন্ড রৌদ্রের তাপ উপেক্ষা করে শত শত শ্রমিকদের নিয়ে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক, বিআরটি’এ কার্যালয়ে স্বারকলিপি প্রদান করেন।