শামীম আহমেদ :: ১ অক্টোবর থেকে বরিশাল নগরীতে ব্যাটারী চালিত রিকশা ও হলুদ অটো বন্ধের ঘোষণা দিয়েছে মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ। এরই প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে এক ঘন্টা সময় ধরে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাড়ির সামনে অবস্থান করে মালিক ও শ্রমিকরা। এক পর্যায়ে বৈঠক ডেকে সমাধানের আশ্বাসে ক্ষুব্ধ প্রতিবাদকারীরা স্থান ত্যাগ করে।
বরিশাল নগরীতে আড়াই হাজারের বেশী ব্যাটারী চালিত অটো ও রিক্সা চলাচল করে। তবে কয়েকটি সড়কে যানজট নিরসনের জন্য পহেলা অক্টোবর থেকে ব্যাচারী টালিত রিক্সা ও অটোরিক্সা চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে এর
মালিক ও শ্রমিকরা সিটি মেয়রের বাড়ির সামনে অবস্থান করে।
অটো মালিক ও চালকরা জানান, তাদের মধ্যে কেউ ঋণ করে গাড়ি কিনেছেন, এই দিয়ে সংসার চলে, চলে বৃদ্ধ মা বাবার ভরনপোষণ। এই সময়ে অটোরিক্সা চলাচল বন্ধ করে দিলে তাদের না খেয়ে থাকার পাশাপাশি সন্তানদের স্কুলের লেখা-পড়া বন্ধ হয়ে যাবে। এক সময়ে বেকার জীবনের চালকরা নগরীতে অপরাধ প্রবণতা কাজে জড়িয়ে
পড়বে বলে তারা মনে করেন।
অটো মালিক-শ্রমীক চালকরা বলেন প্রশাসন জনসাধারনের দূর্ভোগ লাগবের যে অজুহাতে ইজিবাইক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কার স্বার্থে তা আমরা জানিনা। তবে এত নগরবাশীর দূর্ভোগ কমে আসবে না আরো দূর্ভোগ বাড়বে।
অনেক মধ্যবিত্ব পরিবার সদস্যরা তাদের সন্তানদের নিয়ে ৫ টাকা থেকে ১০ টাকায় চলাচল করতে পারছে। এসব গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে নগরবাশী দূর্ভোগ কি তারা বুজতে পারবে কয়েকদিন গেলে।
এরা আরো বলেন সারা দেশের মেট্রো শহরে ইজিবাইক চলছে উচ্চ আদালত কি শুধু বরিশালের জন্য রায় দিয়েছে?
এসময় পরিস্থিতি শান্ত রাখতে উপস্থিত কোতোয়ালী মডেল থানার অফিসার ইন চার্জ মো. নূরুল ইসলাম বলেন, সিদ্ধান্ত হয়েছে বিকেলে বৈঠক করে সিদ্ধান্ত
দেবেন মেয়র।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com