বরিশালে পুলিশের অভিযানে আটককৃত ২২৫টি ব্যাটারি চালিত রিক্সা ছেড়ে দেয়া এবং নগরীর সর্বত্র চলাচলের অনুমতি দেয়ার দাবিতে প্রতীকী অনশন করেছে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্তরে প্রতীকী অনশন শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হয়।
অনশন চলাকালে বরিশাল ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটির আহবায়ক শাহজাহান মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন মো. রুস্তম আলী, দুলাল মল্লিক, শহিদুল ইমলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারি চালিত রিক্সা আটক করার কারনে সংশ্লিষ্ট রিক্সা চালকের পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। পাশাপাশি কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় পালিয়ে বেড়াতে হচ্ছে শ্রমিকদের। বরিশালে গত একমাস আগে ২ শতাধিক ব্যাটারি চালিত রিক্সা আটক করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনশনকারীরা এই সমস্যার দ্রুত সমাধান দাবি করেন।
উল্লেখ্য, গত ৫ বছর ধরে বরিশালে ২ হাজারের অধিক ব্যাটারি চালিত রিক্সা চলাচল করছে। যার কোন লাইসেন্স কিংবা বৈধতা নেই বলে পুলিশ জানিয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com