বরিশালে ব্যবসায়ীর পথরোধ করে লক্ষাধিক টাকা ছিনতাই:অভিযোগ দায়ের

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশালের উজিরপুরে ধামুরা বন্দরে ব্যবসায়ীর পথরোধ করে লক্ষাধিক টাকা ছিনতাই, ৫জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮জুন রাতে ধামুরা বন্দরে পল্ট্রী ব্যবসায়ী বদরুজ্জামান বিভিন্ন ব্যবসায়ীদের কাছে পাওনা টাকা সংগ্রহ করে ধামুরা বন্দরের উত্তর পার্শ্বে সরোয়ারের চায়ের দোকানের সামনে আসলে আসামী মাহফফুজুর রহমান (৩৫), পনির রাড়ী(২৫), আন্হা রাড়ী(২২), চুন্নু(৪০), মিরাজ(২০)সহ সংঘবদ্ধ হয়ে ব্যবসায়ী বদরুজ্জামান এর পথরোধ করে পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে সংঘবদ্ধ চক্র এলোপাথাড়ি কিলঘুষি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্যান্টের পকেটে থাকা ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

উক্ত ঘটনাটি পথচারী জালিছ মাহমুদ দেখে বাধা দিলে সংঘবদ্ধ চক্র তাকেও এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। মামলার বাদী বদরুজ্জামান জানান, উল্লিখিত বিবাদীরা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। ব্যবসার কাজে সব সময় আমার কাছে নগদ টাকা থাকে জেনে পরিকল্পিত ভাবে উক্ত ঘটনাটি ঘটিয়েছে। অভিযোগের বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার আস্বাস দেন।