আজ ২১ মে সকাল ১১ টায়। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কার্ষক্রম, আগৈলঝাড়া বরিশাল এর আয়োজনে। আগৈলঝাড়া উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে। বোরো ধান সংগ্রহ কার্ষক্রম-২০১৯ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আগৈলঝাড়া উপজেলা বিপুল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আগৈলঝাড়া উপজেলা পরিষদ বরিশাল, আব্দুর রইচ সেরনিয়াবাত,
উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী উপজেলা, খালেদা নাসরিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আগৈলঝাড়া উপজেলা পরিষদ বরিশাল, আবু সালেহক মোঃ লিটন, অফিসার ইন চার্জ আগৈলঝাড়া উপজেলা, আবজাল হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বরিশাল, অবনী মোহন দাসসহ বিভিন্ন অতিথিরা এবং কৃষক বৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় একজন নারী প্রান্তিক কৃষক স্নেহা লতা বালার কাছ থেকে ২০ মন বোর ধান ক্রয় করেন।
বোরো ধান সংগ্রহ কার্ষক্রম-২০১৯ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, এবার আগৈলঝাড়া উপজেলার ৩৬০ জন কৃষক দের কাছ থেকে ২৯১ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কার্ষালয় আগৈলঝাড়া।
প্রতিজন কৃষক এর নিকট থেকে ২০ মন করে বোরো ধান সংগ্রহ করা হবে। প্রতি মন ধান সরকারি ভাবে ১০৪০ টাকা দরে ক্রয়করা হবে। এতে করে প্রতি কেজী ধানের মুল্য পরে ২৬ টাকা করে। এবার বরিশাল জেলায় ১৫৮৭ মেট্রিক টন বোরো ধান সরকারি ভাবে প্রান্তিক কৃষক দের কাছথেকে ক্রয় করা হবে। পরে কৃষক মোঃ জালাল সাহসহ অন্যান্ন কৃষক এর কাছ থেকে ধান সংগ্রহ করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com