#
আজ ১১ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায়, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল এর আয়োজনে। অশ্বিনী কুমার হল বরিশালে, বেইজিং ২৫ পর্যালোচনা নাগরিক সমাজের সম্পৃক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি ও বরিশাল জেলা কমিটি।
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বরিশাল জেলা কমিটি ও সদস্য বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি, সভাপতি সচেতন নাগরিক কমিটি সনাক বরিশাল প্রফেসর শাহ সাজেদা, প্রধান উপদেষ্টা আইসিডিএ বরিশাল আনোয়ার জাহিদ, সভাপতি মানবাধিকার জোট ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, প্যানেল আইনজীবী বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল এ্যাড হীরন কুমার দাস মিঠু, শিক্ষক আইনবিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যামেলিয়া খান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ হাওয়া আক্তারসহ মহিলা পরিষদের সদস্য এবং এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা বেইজিং ২৫ পর্যালোচনা নাগরিক সমাজের সম্পৃক্ত বিষয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন