#

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ মেনে ঘরে বন্দি র‌্যাব-৮ এর আওতাধীন ১১টি জেলার অসহায় জেলে পরিবার, দরিদ্র বেঁদে সম্প্রদায়, প্রতিবন্ধীসহ চারশ’ পরিবার এবং খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সুন্দরবনের আত্মসমর্পনকৃত ২৮৪ জন জলদস্যু পরিবারের মাঝে শুক্রবার বিভিন্ন খাদ্য সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধের উপকরণ বিতরণ করা হয়েছে।

 

 

শুক্রবার দুপুরে র‌্যাব-৮ এর বরিশালের প্রধান কার্যালয় থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়েছে, এসব খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও র‌্যাব-৮ এর অধীনে সকল জেলায় জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে টহল অব্যাহত রয়েছে।

 

অন্যদিকে বরিশাল সদর উপজেলার নৌ-বন্দর থানাধীন লাহারহাট ফেরী ঘাট এলাকা নদীতে বসবাস করা বেঁদে সম্প্রদায়েরের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।

 

বিশয়টি নিশ্চিত করেন বরিশাল র‌্যাব (৮) এর মেজর খালেদ।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন