বরিশাল বিভাগের বিসিএস কর্মকর্তাদের ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষে ৪২ জনকে সনদপত্র প্রদান করা হয়েছে।
বিপিএটিসি সাভার ঢাকা এবং গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই অনুষ্ঠান আয়োজন করে বরিশাল বিভাগীয় প্রশাসন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার ১৫ অক্টোবর আয়োজিত এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার,
বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আব্দুর রাজ্জাক, বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, পরিচালক স্বাস্থ্য ডাঃ বাসুদেব কুমার দাস,
পরিচালক বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকা, বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর উপ-পরিচালক ডাঃ কানাইলাল স্বর্নকার,
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম।
শুরুতে সাভার ঢাকায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থী বিসিএস কর্মকর্তা বৃন্দের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।